বিদ্যুতে ভর্তূকি নয় ঋণ: বরাদ্দ ৮৫০০ কোটি
বিদ্যুৎখাতে ভর্তূকি নয় ঋণ হিসেবে সাড়ে আট হাজার কোটি টাকা রাখা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবি) এর লোকসান মেটাতে এই বরাদ্দ রাখা হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২০১৭-১৮ অর্থবছর লোকসান ধরা হয়েছে আট হাজার ৪৩৯ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার টাকা। চলতি অর্থবছর এই লোকসানের পরিমান পাঁচ হাজার ১৩৪ কোটি ৯১ লাখ ৭৩ হাজার টাকা। প্রায় তিন হাজার কোটি লোকসান বাড়বে বিউবির। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও পল্লী বিদ্যুতায়র বোর্ড লাভ করবে।