বিদ্যুতে সর্বোচ্চ গুরুত্ব: রেকর্ড উৎপাদন
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে। অন্য অনেক কিছু বন্ধ রেখে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে। এতেই বিদ্যুৎ উৎপাদন বেশী করতে পারছে পিডিবি।
মঙ্গলবার রাত ৯টায় দেশে সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর মাত্র ৩ দিন আগে ৭ই এপ্রিল দেশে প্রথম বিদ্যুৎ উৎপাদন ১৪ হাজার মেগাওয়াট ছাড়িয়েছিল। সে দিন উৎপাদন ছিল ১৪ হাজার ১ মেগাওয়াট।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে,
রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। শিল্প ও সিএনজিতে গ্যাস সরবরাহ বন্ধ রেখে বিদ্যুৎ উৎপাদনের দেয়া হয়েছে। এসব জায়গায় গ্যাস রেশনিং করে বিদ্যুৎ উৎপাদনে দেয়া হয়েছে। তাই উৎপাদন বেশি। এদিন দেশের কোথাও লোডশেডিং ছিল না।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৪ কোটি ২১ লাখের বেশি বিদ্যুৎ সংযোগ আছে। বিদ্যুৎকেন্দ্র ১৪৮টি।
ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎসহ দেশে এখন উৎপাদন ক্ষমতা ২৫ হাজার ৫১৪ মেগাওয়াট। ১৩ হাজার ২১৯ মেগাওয়াট ক্ষমতার ৩৩টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন। ভারত থেকে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে।