বিদ্যুত্খাতে অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়নে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি
চলতি অর্থবছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসুচি (এডিপি) বাস্তবায়নে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।এ সময়ে আর্থিক অগ্রগতির লক্ষ্যমাত্রা ছিল ৩২ দশমিক ৯৩ ভাগ।কিন্তু অর্জন হয়েছে ২৩ দশমিক ৯২ ভাগ।বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নির্ধারিত সময়ে বিদ্যুত্খাতের প্রকল্প বাস্তবায়ন না হওয়ার কারণ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
গতকাল বিদ্যুত্ বিভাগে অনুষ্ঠিত চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) ভূক্ত বিদ্যুত্ বিভাগের উন্নয়ন প্রকল্পর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।প্রতিমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুত্ সচিব মনোয়ার ইসলাম, পিডিবি‘র চেয়ারম্যান আবদুহু রুহুল্লাহ্, আরইবি‘র চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মঈন উদ্দীনসহ বিদ্যুত্ বিভাগ এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে বিদ্যুত্ প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত সময় লাগলে ব্যয় বৃদ্ধি পায়।এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়।প্রকল্প বাস্তবায়ন নির্দিষ্ট মেয়াদের মধ্যে রাখার নির্দেশ দিয়ে বলেন, সকলকে আরো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা হবে।এ জন্য প্রশাসনিক দীর্ঘসূত্রিতা কমিয়ে এনে আরো দক্ষ, আন্তরিক এবং নিরলসভাবে কাজ করতে হবে।তিনি বিদ্যুেকন্দ্র, সাব-ষ্টেশন রক্ষনাবেক্ষণ এবং এর নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সকলকে সতর্ক হবার পরামর্শ দেন।
বৈঠক সূত্র জানায়, বিদ্যুত্ বিভাগের ৫৬ প্রকল্পে জিওবি অর্থায়নের ২৯ দশমিক ৫৫ ভাগ এবং প্রকল্প সাহায্যের ১৫ দশমিক ৬০ ভাগ অর্থ ছাড় হয়েছে।গত অর্থবছরে একই সময়ে বিদ্যুত্ বিভাগের এডিপি প্রকল্পের আর্থিক অগ্রগতি ছিল ২৭ ভাগ।অন্যদিকে চলতি অর্থ বছরের ভৌত লক্ষ্যমাত্রা ৪৫ দশমিক ২১ ভাগের স্থলে ৪২ দশমিক ৪৮ ভাগ অর্জন হয়েছে।গতবছর একই সময় পর্যন্ত ভৌত অগ্রগতি ছিল ৩৯ দশমিক ৩১ শতাংশ।