বিদ্যুৎকেন্দ্রর সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তা নেওয়ার অনুমতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫):
বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দেশি-বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অসম চুক্তি হয়েছে বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় আইনী সহায়তা নিতে বিদ্যুৎ বিভাগকে এই অনুমতি দেওয়া হয়।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।
পরে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, গত সরকারের সময়ে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র গুলোতে অসম চুক্তি করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়েছে। পর্যালোচনা করতে আইনি সহায়তা দরকার। সেটা করার জন্য প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সেখানে আইনি বিষয় আছে; একতরফা কিছু করা যাবে না।
সভায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (৪-৫ আগস্ট সময়ের জন্য ৩৩তম) এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়।
কাতার এনার্জির কাছ থেকে ১৩.২৪ মার্কিন ডলার/ এমএমবিটিইউ দরে এই এলএনজি কেনা হবে। এতে মোট খরচ ধরা হয়েছে ৫৫৬ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ৯০৫ টাকা।