বিদ্যুৎ ও গ্যাসক্ষেত্র নিরাপত্তায় নিজস্ব বাহিনী!
বিদ্যুৎকেন্দ্র ও গ্যাসক্ষেত্রের নিরাপত্তা দিতে নিজস্ব বাহিনী গঠন করার পরিকল্পনা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে দেশের সব বিদ্যুৎকেন্দ্র ও গ্যাসক্ষেত্রে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এনার্জি বাংলাকে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব স্থাপনাতেই নিরাপত্তা ব্যবস্থা আছে। কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়। তাই নিজস্বভাবে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। নতুন নিজস্ব বাহিনী গঠন করে এই নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এই নিরাপত্তায় তথ্য প্রযুক্তিকেও প্রাধান্য দেয়া হবে।
সম্প্রতি ভারতীয় উগ্রপন্থি সংগঠন উলফা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে হামলা করার হুমকি দিয়েছে বলে রয়টার্স খবর প্রকাশ করেছে।