বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশ্বব্যাংকের ঋণ

বিশ্বব্যাংক সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র মেরামত করতে ১৭ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় এক হাজার ৪০০ কোটি টাকা (এক ডলার সমান ৭৮ টাকা) ঋণ দিচ্ছে।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন
কক্ষে চুক্তি সই হয়। বাংলাদেশে সাত বছর পর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক। ২০০৮ সালে এই কেন্দ্র নির্মাণে ৩৫ কোটি ডলার ঋণ দিয়েছিল বিশ্বব্যাংক।
চুক্তিতে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী সফিকুল আযম এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ইফফাত শরিফ সই করেন। এ সময় বিদ্যুৎ বিভাগ, ইআরডি ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০০৮ সালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়। সে সময় মোট খরচ হয়েছিল ৪৭ কোটি ডলার। এর মধ্যে বিশ্বব্যাংক দিয়েছিল ৩৫ কোটি ডলার। পরে গ্যাসস্বল্পতার কারণে এ কেন্দ্রকে কম্বাইন্ড সাইকেলে রূপান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। এ জন্য অতিরিক্ত অর্থায়ন হিসেবে বিশ্বব্যাংক এ অর্থ দিচ্ছে।
ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে এ ঋণ শোধ করতে হবে। প্রতিবছর শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে।
বাংলাদেশে জ্বালানি খাতে বিশ্বব্যাংকের ঋণের পরিমান দেড় বিলিয়ন ডলার।