বিদ্যুৎকেন্দ্র স্থাপনে মালয়েশিয়ার সঙ্গে চুক্তির খসড়া অনুমোদন

মালয়েশিয়ার দুটি কোম্পানির সঙ্গে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে একটি চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। কক্সবাজারের মহেশখালীতে কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম একথা জানান।