বিদ্যুৎখাতে দুর্নীতি রোধে স্বচ্ছ ব্যবস্থাপনার প্রয়োজন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎখাতে অপচয় এবং দূর্নীতি রোধে স্বচ্ছ ব্যবস্থাপনার প্রয়োজন। বিদ্যুৎ গ্রাহকদের সেবা আন্তর্জাতিক মানের করতে হবে। গ্রাহকদের আত্মতুষ্টি নিশ্চিত করতে হবে। বিদ্যমান অবকাঠামোর মধ্য দিয়েই এটা করা সম্ভব।
বিদ্যুৎ খাতের সংস্থাগুলোর ২০১৩-১৪ অর্থ বছরের কাজের লক্ষ অর্জন এবং ২০১৪-১৫ অর্থ বছরের কাজের লক্ষ নির্ধারণ বিষয়ে অনুষ্ঠিত সভায় তিনি একথা বলেন। এ সময় বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলামসহ বিদ্যুৎ খাতের সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় ২০১৪-১৫ অর্থবছরের লক্ষ নির্ধারণ, কাজের ভিত্তিতে বিশেষ ভাতা, ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ, ব্যবস্থাপনা উন্নয়ন, পদ্ধতি সয়ংক্রিয় করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রতিমন্ত্রী বলেন, আধুনিক পদ্ধতিতে যন্ত্রাংশ গুদামজাত করতে হবে। বর্তমান ব্যবস্থাপনা আরও উন্নত করতে হবে। বিদ্যুতের সিস্টেম লস ও ট্রান্সমিশন লস আরও কমাতে আধুনিক যন্ত্রপতির ব্যবহার বাড়াতে হবে।