বিদ্যুৎহীন হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার কয়েক দফায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। এতে হোয়াইট হাউস, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচার বিভাগের দফতরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি ভবন বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিদ্যুৎ না থাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিং বাতিল করতে হয়। মন্ত্রণালয় থেকে এক ঘোষণায় বলা হয়, বিদ্যুৎ সরবরাহ লাইনে বিপর্যয় ঘটায় মন্ত্রণালয়ের মূল ভবন ও কাছাকাছি অন্য ভবনগুলোতে বিদ্যুৎ চলে যায়।
কংগ্রেসের একজন কর্মী জানান, জেনারেটর দিয়ে ক্যাপিটল কমপ্লেক্সে কাজ চালানো হয়।
আর ওয়াশিংটনের কয়েকটি পাতাল রেল স্টেশনের কাজ জরুরি পরিস্থিতির জন্য রাখা বাতির মাধ্যমে চলে জানায় নগর পরিবহণ কর্তৃপক্ষ জানায়।
হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আরনেস্ট জানান, ওয়াশিংটনে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের হাত থেকে বাদ যায়নি প্রেসিডেন্ট কমপ্লেক্সও। পরে  হোয়াইট হাউসে বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে।