বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক: ১৫ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক:
দেশে প্রথমবারের মত বিদ্যুৎ উৎপাদন ১৫ হাজার মেগাওয়াটের মাইলফলক ছাড়াল। বৃহস্পতিবার রাতে একসাথে সবমিলে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট। যা বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে সর্বোচ্চ। এর আগের রাতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট।
গত পাঁচ বছরের সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড পর্যালোচনায় দেখা যাচ্ছে, এই সময়ে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে গড়ে সাড়ে তিন হাজার মেগাওয়াট। ২০১৮ সালে ১৭ই সেপ্টেম্বর সর্বোচ্চ উৎপাদন ছিল ১১ হাজার ৫৩৪ মেগাওয়াট।
প্রচণ্ড দাবদাহের মধ্যদিয়ে যাচ্ছে দেশ। এতে ২৪ ঘণ্টায় বিদ্যুতের চাহিদা থাকছে বেশি। তারপরও লোডশেডিং নেই।
দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। রাত নয়টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এই রেকর্ড হয়েছে। এর আগে ১১ই এপ্রিল রাত নয়টায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। এর আগে গতবছর ১৬ ও ১২ই এপ্রিল ছিল যথাক্রমে সর্বোচ্চ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট এবং ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট উৎপাদনের রেকর্ড। গত বছর ৭ই এপ্রিল উৎপাদন হয়েছিল ১৪ হাজার ১ মেগাওয়াট।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদনে যথাযথ গ্যাস পাওয়া এবং চাহিদা বেশি থাকায় এই উৎপাদন সম্ভব হয়েছে। দেশে চলতে থাকা তাপদাহের কারণে বিদ্যুতের চাহিদা বেশি। তারপরও দেশের কোথাও লোডশেডিং ছিল না বলে জানিয়েছে পিডিবি।
সাধারণত এপ্রিল মাসেই সর্বোচ্চ উৎপাদন হয়েছে। এরআগে ২০২১ সালের ২৬শে এপ্রিল ১৩ হাজার ৭৭৭ মেগাওয়াট, ২৫শে এপ্রিল ১৩ হাজার ৫২০ মেগাওয়াট, ১২ই এপ্রিল ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট, ১০ই এপ্রিল ১৩ হাজার ৬৪ মেগাওয়াট এবং ৩রা এপ্রিল ১৩ হাজার ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ২০১৯ সালে রেকর্ড ছিল ২৯শে মে ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট এবং ২১শে মে ১২ হাজার ৫৩৯ মেগাওয়াট। ঐ বছর ২৪ শে এপ্রিল ছিল ১২ হাজার ৫৭ মেগাওয়াট। ২০১৮ সালে ১৭ ও ১৯শে সেপ্টেম্বর ছিল যথাক্রম ১১ হাজার ৫৩৪ মেগাওয়াট ও ১১ হাজার ৬২৩ মেগাওয়াট।

গত পাঁচবছর সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন
তারিখ                             উৎপাদন (মেগাওয়াট)
১৩ই এপ্রিল ২০২৩             ১৫,৩০৪
১২ই এপ্রিল ২০২৩              ১৪,৯৩২
১১ই এপ্রিল ২০২৩              ১৪,৮০০
১৬ই এপ্রিল ২০২২              ১৪,৭৮২
১২ই এপ্রিল ২০২২               ১৪,৪২৩
৭ই এপ্রিল ২০২২                  ১৪,০০১
২৬শে এপ্রিল ২০২১            ১৩,৭৭৭
২৫শে এপ্রিল ২০২১              ১৩,৫২০
১২ই এপ্রিল ২০২১                 ১৩,৩৭৭
১০ই এপ্রিল ২০২১                 ১৩,০৬৪
৩রা এপ্রিল ২০২১                  ১৩,০১৮
২৯শে মে ২০১৯                     ১২,৮৯৩
২১শে মে ২০১৯                     ১২,৫৩৯
২৪শে এপ্রিল ২০১৯                ১২,০৫৭
১৭ই সেপ্টেম্বর ২০১৮           ১১,৫৩৪
১৯শে সেপ্টেম্বর ২০১৮        ১১,৬২৩

 

একনজরে বিদ্যুৎখাত:

শিরোনাম                                             ২০০৯                  ২০২৩             গত ১৪ বছরে (২০২৩-২০০৯)
বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা                         ২৭                      ১৫৩                   ১২৬
অবসরকৃত বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা     ০                        ১                          ১
বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা (মে.ও.)       ৪,৯৪২               ২৬,৭০০        ২১,৭৫৮
সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন (মে.ও.)       ৩,২৬৮           ১৫,৩০৪          ১১,৫১৪
সঞ্চালন লাইন (সা.কি.মি.)               ৮,০০০              ১৪,৬৭২           ৬,৬৭২
গ্রিড সাব-ষ্টেশন ক্ষমতা (এমভিএ)   ১৫,৮৭০          ৬১,০৮৭        ৪৫,২১৭
বিদ্যুৎ আমদানি (মে.ও.)                     ০                      ১,১৬০             ১,১৬০
বিতরণ লাইন (কি.মি.)                   ২,৬০,০০০       ৬,২৯,০০০       ৩,৬৯,০০০
বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী (%)     ৪৭                    ১০০                  ৫৩
বিদ্যুৎ গ্রাহক সংখ্যা                      ১,০৮,০০,০০০       ৪,৪৮,০০,০০০       ৩,৪০,০০,০০০
সেচ সংযোগ সংখ্যা                      ২,৩৪,০০০               ৪,৭৩,০০০                ২,৩৯,০০০
বার্ষিক উন্নয়ন কর্মসূচি বরাদ্দ (কোটিতে)       ২,৬৭৭         ২৫,০৮৪           ২২,৪০৭
বিদ্যুৎ বিতরণ সিষ্টেম লস (%)                       ১৪.৩৩          ৭.৭৪ (জুন ’২২)               -৬.৫৯

মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন (কি.ও.ঘন্টা) (ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ) ২২০    ৬০৮.৭৬ (জুন ’২২)      ৩৮৮.৭৬