বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন
দেশের জাতীয় গ্রিডে মঙ্গলবার প্রথমবারের মতো সাত হাজার ৩৭১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বলেন, ‘গতকাল রাত ৮টায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৭ হাজার ৩৭১ মেগাওয়াট। চাহিদার পুরোটাই এ সময় উৎপাদন হয়েছে।’ চাহিদা বেশি থাকলে আরো বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল বলে জানান তিনি।
সাইফুল আরো জানান, পর্যাপ্ত গ্যাসের সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো সচল থাকায় এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে। এর আগে গত ৩০ মার্চ সর্বোচ্চ সাত হাজার ৩৫৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
জাতীয় গ্রিডে যোগ হওয়া এই বিদ্যুতের মধ্যে দেশের কেন্দ্রগুলো থেকে উৎপাদিত বিদ্যুৎ ছাড়াও ভারত থেকে আমদানি করা বিদ্যুৎও রয়েছে। ভারত থেকে ৫০০ মেগাওয়াট আমদানির আগে গত বছরের ১২ জুলাই সর্বোচ্চ ৬ হাজার ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছিল।