বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

রমজান ও গরমে চাহিদা মত বিদ্যুৎ উৎপাদন ঠিক রাখতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়।

চলতি গ্রীষ্মে সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় ১৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে। গ্যাসের চাহিদা হতে পারে ১৫০ কোটি ঘনফুট।

সভায় ইফতার, তারাবি ও সাহ্‌রির সময় লোডশেডিং না করতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেন, শতভাগ বিদ্যুতায়নের দেশে এই সভা করা অপ্রাসঙ্গিক। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির জন্য করতে হচ্ছে। এই যুদ্ধের জন্য অনেক দেশের প্রাতিষ্ঠানিক ভারসাম্য নষ্ট হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

সব বিতরণ সংস্থার ওভারলোড ট্রান্সফরমার পরীক্ষা করে প্রতিস্থাপন করতে এবং প্রয়োজনীয় ট্রান্সফরমার মজুত রাখতে বলা হয়েছে।

সভায় বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে জনগণকে সচেতন করতে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা; অবৈধ বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম জোরদার করা; সুপারমার্কেট, পেট্রলপাম্প ও সিএনজি স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বাতি ব্যবহার না করা; ডিপার্টমেন্টাল ষ্টোর ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসি ব্যবহার সীমিত রাখা;

আসন্ন রমজান মাসে দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার বিষয়ে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করতে বলা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান। অন্যদের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।