বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
এবছরের রেকর্ড পরিমান বিদ্যুৎ উৎপাদন করা হল। শনিবার সন্ধ্যা ৭টায় সাত হাজার ৪৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এখন পর্যন্ত একসাথে এই পরিমান বিদ্যুৎ উৎপাদন হয়নি। এরআগে গতবছর ১৮ জুলাই একসাথে সর্বোচ্চ সাত হাজার ৪১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। পিডিবি’র হিসাবে এসময় দেশের কোথাও বিদ্যুতের লোডশেডিং ছিল না। চাহিদা অনুযায়ি পুরো বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।
পিডিবি সূত্র জানায়, তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র চালু রাখা এবং বেশি গ্যাস দেয়ার কারণে বিদ্যুৎ উৎপাদন বেশি হয়েছে।
এরআগে ১৬ই জুলাই রাত নয়টায় উৎপাদন হয়েছিল সাত হাজার ৪০৩ মেগাওয়াট। তারআগে ১৫ই জুলাই সাত হাজার ৩৭১ মেগাওয়াট। গতবছর ৩০ শে মার্চ সল্পব্দ্যায় উৎপাদন হয়েছিল সাত হাজার ৩৫৬ মেগাওয়াট।
বিদ্যুৎ উল্পæয়ন বোর্ড (পিডিবি) এক কর্মকর্তা জানান, প্রয়োজনীয় গ্যাস পাওয়া গেছে। সাথে প্রায় সকল তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র চালানো হয়েছে। এজন্য এই পরিমার বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে।