বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। এই প্রথম একসাথে ১৬ হাজার মেগাওয়াট উৎপাদন ছাড়াল। সোমবার রাত ৯টায় ১৬ হাজার ২শ’৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর আগে রোববার সবোর্চ্চ উৎপাদন হয়েছিল ১৫ হাজার ৬শ’৬৬ মেগাওয়াট।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে জানানো হয়েছে, তাপদাহ চলতে থাকায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন করতে প্রয়োজনীয় গ্যাস তেল কয়লা সরবরাহ করা হয়েছে। তাই উৎপাদন বেড়েছে।

এসময় দেশের কোথাও লোডশেডিং ছিল না বলেও জানিয়েছে পিডিবি।