বিদ্যুৎ উৎপাদনে ১৩ হাজারের মাইলফলক
নিজস্ব প্রতিবেদক:
একসাথে বিদ্যুৎ উৎপাদন ১৩ হাজার মেগাওয়াটের মাইলফলক ছাড়াল। শনিবার রাত ৯টায় একসাথে ১৩ হাজার ৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এই পরিমান বিদ্যুৎ এরআগে কখনও হয়নি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, এই সময় চাহিদা বেশি থাকায় বিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেছে। প্রয়োজনীয় গ্যাস সরবরাহ ছিল। তেল দিয়েও উৎপাদন বাড়ানো হয়েছে। দেশের কোথাও বিদ্যুতের ঘাটতি ছিল না।
এরআগে ২০১৯ সালের ২৯শে মে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট। ২০২০ সালে করোনার কারণে বিদ্যুতের চাহিদা কম ছিল। তাই গরমের সময়ও খুব বেশি চাহিদা ছিল না। এখন সব স্বাভাবিকভাবে চলছে বলে চাহিদা বেড়েছে। তবে আগামীকাল থেকে আবার এক সপ্তাহের লকডাউন শুরু হলে চাহিদা কিছুটা কমতে পারে। লকডাউনে শিল্পকারখানা খোলা থাকলেও বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অফিস বন্ধ থাকবে।