বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াট ছাড়ালো

বিদ্যুৎ উৎপাদন দশ হাজার মেগাওয়াট ছাড়ালা। সোমবার সন্ধ্যায় ১০ হাজার ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এনার্জি বাংলাকে এ তথ্য জানান।
পিডিবি জানায়, বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গ্যাস সরবরাহ করা হয়েছে। একই সাথে সকল তেল চালিত কেন্দ্র চালানো হয়েছে। এতে এই পরিমান বিদ্যুৎ উৎপাদন হয়।
সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় দেশে যত মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা ছিল তত মেগাওয়াটই উৎপাদন হয়েছে। এজন্য কোথাও কোন লোডশেডিং ছিল না। তবে কোথাও কোথাও বিতরণ লাইণে ত্রুটি থাকায় বিদ্যুৎ ছিল না।

সোমবার দুপুর ২টায় ৯ হাজার ৯৩৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

১০ হাজার মেগাওয়াট ছাড়ানোর আগে গত ১৫ই মার্চ বিদ্যুতের উৎপাদন ৯ হাজার ৭১৫ মেগাওয়াট হয়। এর আগে ২০১৭ সালের ২৮শে মে রাত ১০টায় বিদ্যুতের উৎপাদন ছিল ৯ হাজার ৪৭১ মেগাওয়াট।
২০০৯ সাল থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ২৭ থেকে বেড়ে হয়েছে ১১২টা। উৎপাদন ক্ষমতা ৪ হাজার ৯৪২ থেকে বেড়ে হয়েছে ১৫ হাজার ৩৫১ মেগাওয়াট ।

এখন ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।