বিদ্যুৎ উৎপাদন ৯ হাজার মেগাওয়াট ছাড়ালো

বিদ্যুৎ উৎপাদন নয় হাজার মেগাওয়াট ছাড়ালো। বৃহষ্পতিবার সন্ধ্যার পর নয় হাজার ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। একসাথে এই পরিমান বিদ্যুৎ এর আগে কখনও উৎপাদন হয়নি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গ্যাস সরবরাহ এবং তেল চালিত সব কেন্দ্র চালু রাখায় এই উৎপাদন সম্ভব হয়েছে।