বিদ্যুৎ ও গ্যাস স্থাপনায় ‘বিশেষ বাহিনী’
বিদ্যুৎ ও গ্যাস স্থাপনার জন্য বিশেষ বাহিনী করার উদ্যোগ নেয়া হচ্ছে।
বিশেষ নিরাপত্তার জন্য এই উদ্যোগ নিচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এনার্জি বাংলাকে সোমবার জানিয়েছেন, বিদ্যুৎ ও গ্যাসের সকল স্থাপনা স্পর্সকাতর। এগুলো দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থাপনার অংশ। তাই এর গুরুত্ব বিবেচনা করে এই উদ্যোগ নেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবিষয়ে প্রস্তাব পাঠানো হবে বলে তিনি জানান। বর্তমানে শিল্প পুলিশের আদলে এই বাহিনী করা হবে।
বর্তমানে বিদ্যুৎ ও গ্যাসের স্থাপনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আছে। কেপিআই হিসেবে এই সকল স্থাপনায় বিশেষ নিরাপত্তা দেয়া হয়।
পাশ্ববর্তীদেশ ভারতসহ বিভিন্ন দেশে গ্যাস বিদ্যুতের স্থাপনা নিরাপত্তার পর বিশেষ বাহিনী আছে বলে জানা গেছে। পারমানবিক বিদ্যুৎকেন্দ্রসহ বড় বড় স্থাপনার নিরাত্তার জন্য এমন বাহিনী আছে। যাদেরকে আলাদা প্রশিক্ষণ দেয়া হয়।