বিদ্যুৎ ও জ্বালানিতে ২৪ হাজার ৯২১ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২৪ হাজার ৯২১ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব দেয়া হয়েছে। গত অর্থবছর থেকে এবার ৬৬১ কোটি টাকা বেশি বরাদ্দ রাখার কথা বলা হয়েছে।
জাতীয় সংসদে আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
প্রস্তাবের প্রায় পুরো টাকাই বিদ্যুৎখাতে রাখার কথা বলা হয়েছে। বিদ্যুতে ২২ হাজার ৯৩৬ কোটি টাকা আর জ্বালানিখাতে মাত্র এক হাজার ৯৮৪ কোটি টাকা রাখা হয়েছে। তবে চলতি বছরের তুলনায় ১৮-১৯ সালে জ্বালানিতে বেশি বরাদ্দ প্রস্তাব দেয়া হয়েছে।
বিদ্যুৎখাতে ২০১৭-১৮ সালে বরাদ্দ ছিল ২২ হাজার ৮২১ কোটি টাকা। এবার ১১৫ কোটি টাকা বেশি বরাদ্দ রাখার কথা বলা হয়েছে।
জ্বালানিতে ২০১৭-১৮ সালে ছিল এক হাজার ৪৪০ কোটি টাকা। এবার ৫৪৪ কোটি টাকা বেশি।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, দেশের প্রায় ৯২ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। আর ৯০ শতাংশ পরিবার বিদ্যুৎ পাচ্ছে।
২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ১৬ হাজার ৪৬ থেকে ২৪ হাজার মেগাওয়াট করা। ২০৩০ সালের মধ্যে
৪০ হাজার এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট করা।
বিদ্যুৎ জ্বালানির বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ: