বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা করতে আগ্রহী সুইডেন
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা করতে আগ্রহী সুইডেন। বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে সুইডেনের রাষ্ট্রদূত জুহান ফ্রীসেল বৃহস্পতিবার সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।এ সময় তিনি এ আগ্রহের কথা জানান। ওই সময় অন্যদের মধ্যে সুইডেন দুতাবাসের প্রথম সচিব মিয়া হেলেন উপিস্থিত ছিলেন।
এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।
সুইডেনের রাষ্ট্রদূত বাংলাদেশ ও সুইডেনের পারস্পারিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুইডেন সহযোগিতা করতে আগ্রহী। তিনি বলেন, সুইডেন জ্বালানি খাতে গুণগত মান নিশ্চিত করে দীর্ঘস্থায়ী বিভিন্ন কাজ করতে চায়। এ সময় মানব সম্পদ উন্নয়ন, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, এনএলডিসির আধুনিকায়ন ইত্যাদি বিষয় আলোচনায় স্থান পায়।
প্রতিমন্ত্রী, রাষ্ট্রদূতকে বাংলাদেশে কাজ করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও বন্টন ব্যবস্থা আধুনিক করে ২০২১ সালের মধ্যে সকলের জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে আমরা কাজ করছি। আমাদের এখন প্রয়োজন দক্ষ জনসম্পদ। প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহের আধুনিকায়নে সহযোগিতা প্রয়োজন। সরকারি ও বেসরকারি কোম্পানি গুলোর পরিচালনা, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য কোম্পানি করাও এখন সময়ের দাবি।