বিদ্যুৎ ও জ্বালানী মেলায় রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নকশা
বিদ্যুৎ জ্বালানি সপ্তাহের মেলায় রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রর নকশার আদলে স্টল করা হয়। তিন দিনে দুই হাজারের বেশি দর্শনার্থী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্যাভিলিয়নে আসেন।
আধুনিক পারমাণবিক শক্তি প্রযুক্তি, নিরাপদ ও পরিবেশ বান্ধব পারমাণবিক শক্তির বিষয়ে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত মেলায় অংশ নেয়।
ঈশ্বরদীর রূপপুরে নির্মীয়মান দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যে শীতলীকরণ টাওয়ার স্থাপিত হবে তারই আদলে করা হয় প্যাভিলিয়ন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রসাটম রাষ্ট্রীয় কর্পোরেশন দর্শনার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা ও বিনোদনমূলক কর্মসূচীর আয়োজন করে। মেলায় পরমাণু শক্তি বিষয়ে প্রমান্যচিত্র প্রদর্শন, ভিডিও গেমস, কুইজ প্রতিযোগিতা ইত্যাদির আয়োজনন ছিল। এছাড়াও দর্শনার্থীদের মধ্যে পরমাণু শক্তি বিষয়ে বিভিন্ন বাংলা লিফলেট ও পুস্তিকা বিতরনের পাশাপাশি তাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন রসাটম ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা।
রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় পাবনা জেলার রূপপুরে হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।