বিদ্যুৎ কেন্দ্র ও এলএনজি টার্মিনাল করার অনুমতি পেল ভারতের রিলায়েন্স

নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও কক্সবাজারের মহেশখালি দ্বীপে ভাসমান গ্যাস টার্মিনাল স্থাপনের জন্য ভারতের রিলায়েন্স পাওয়ারের প্রথম দফার প্রকল্প অনুমোদন করেছে বাংলাদেশ সরকার।
রিলায়েন্স এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
রিলায়েন্স এ প্রকল্পে ১৩০ কোটি ডলার বিনিয়োগ করবে। রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠান রিলায়েন্স পাওয়ার লিমিটেড ভারতের বেসরকারি উৎপাদন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ভারতের বিদ্যুৎ খাত ছাড়াও কয়লাসম্পদেও বিনিয়োগ রয়েছে প্রতিষ্ঠানটির।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মেঘনাঘাটের এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ভূমির বন্দোবস্ত করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিপি)। প্রথম ধাপে বিদ্যুৎকেন্দ্রটির কাজ ২০১৮-১৯ সালের মধ্যে শেষ হবে। আর তখন থেকেই বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। বিদ্যুৎকেন্দ্রটিতে এলএনজি সরবরাহ করা হবে মহেশখালির প্রস্তাবিত গ্যাস টার্মিনাল থেকে। টার্মিনালটি থেকে অতিরিক্ত রি-গ্যাসিফাইড এলএনজি পেট্রোবাংলাকে সরবরাহ করা হবে।
রিলায়েন্স পাওয়ারের বরাত দিয়ে বলা হয়, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক মান সম্পন্ন সরঞ্জামাদি ব্যবহার করা হবে। অন্ধ্র প্রদেশের সমলকট প্রকল্পের জন্য যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, বাংলাদেশের প্রকল্পেও তেমন যন্ত্রপাতি ব্যবহার করা হবে।