বিদ্যুৎ খাতের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন করা হবে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠনের পরিকল্পনা করছে সরকার। এজন্য একটি খসড়া নীতিমালাও করা হয়েছে, যা শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।

বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন,  শুধু হুমকি ও নিরাপত্তাহীনতার জন্য নয়, বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ স্থাপনা রক্ষার জন্য নিরাপত্তা বাহিনী রয়েছে। আমরাও ভবিষ্যতে আমাদের বিদ্যুৎ প্রকল্পের স্থাপনার জন্য বিশেষ বাহিনী করতে চাই। এক্ষেত্রে শিল্প পুলিশকে আরো শক্তিশালী করে এ ব্যাটালিয়ন তৈরির চিন্তা চলছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, টেকশই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে আগামী এক মাসের মধ্যে একটি ফ্রেমওয়ার্ক তৈরির নির্দেশ দেয়া হয়েছে। এরপর এ ফ্রেমওয়ার্ক অনুসারে কাজ করা হবে।

বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বব্যাংক, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।