বিদ্যুৎ গ্রাহকদের মিটারের আওতায় আনার নির্দেশ

দ্রুততম সময়ে চট্টগ্রামের সব গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনতে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির গ্রাহক সেবার মান বাড়ানোর দিকেও নজর দেয়ার তাগিদ দেন।
শুক্রবার বিকেলে নগরের আগ্রাবাদে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব নির্দেশ দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিডিবির বোর্ড সদস্য খালেদ মাহমুদ (উৎপাদন), আবুল বাসার খান (উন্নয়ন ও পরিকল্পনা), পিডিবি প্রধান কার্যালয়ের প্রধান প্রকৌশলী বিকাশ দেওয়ান, পিডিবি দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী নসরুল হামিদ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় নিয়ে আসতে হবে। বিদ্যুৎ চুরি বন্ধ, সঠিক সময়ে বিল আদায়ের জন্য প্রি-পেইড মিটার সবচেয়ে কার্যকর পদ্ধতি। ‘কিন্তু চট্টগ্রামের আট লাখ গ্রাহককে কত দিনের মধ্যে এই পদ্ধতির মধ্যে আনা হবে, সে বিষয়ে এখনো পুরো পরিকল্পনা আপনারা করতে পারেননি। এ বিষয়ে সঠিক পরিকল্পনা নেন। চার বছরের মধ্যে যদি কাজ শেষ করার পরিকল্পনা নেন, তখন গ্রাহক হবে ১০ লাখ। এই ১০ লাখ গ্রাহক যেন চার বছরের মধ্যেই প্রি-পেইড মিটারের আওতায় আসে সেভাবে প্রকল্প নেন। প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে গ্রাহকদের প্রচুর অভিযোগ পাই। সেবার মান বাড়াতে হবে। এ ছাড়া সঠিক সময়ে প্রকল্পগুলোর কাজ শেষ করারও তাগিদ দেন তিনি।