বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকি : ১৪ কোটি টাকা আদায়

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিশেষ টাস্কফোর্স রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ও শিল্প কারখানায় ৬ লাখ ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকির ঘটনা উদঘাটন করেছে।

গত ২৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর কামরাঙ্গীরচর, বংশাল, ডেমরা, কাজলা, শ্যামলী, জুরাইন,

তেজগাঁও এবং জিগাতলায় মোট ১২টি স্থাপনায় অভিযান চালিয়ে এই চুরি ধরে।

বিদ্যুৎ চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো যথাক্রমে তিতাস কেমিক্যাল, মেসার্স জাকির এন্টারপ্রাইজ, মেসার্স ময়না রাবার ইন্ডাস্ট্রিজ, হাজী মো. মাহবুবুর রহমান, জাহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মো. ফাইজউদ্দিন, মো. ইসলাম উদ্দিন, মো. রাশেদ মিয়া, কাজী আমিরুল ইসলাম ও মো. আবুল হোসেন।

এ ঘটনায় ১৪টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ৯৮ লাখ ৬৯  হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া  আট বছরের বকেয়াসহ মোট ১৩ কোটি ৯০ লাখ টাকা বিদ্যুৎ বিল আদায় করা হয়। অভিযান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত  ডিপিডিসি’র বিশেষ টাস্কফোর্স প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, বিদ্যুৎ খাতে শতভাগ সুশাসন ফিরিয়ে আনতে অবিরাম অভিযান চালানো হচ্ছে।