বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরও বিশেষজ্ঞ প্রয়োজন

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে

আরও বিশেষজ্ঞ প্রয়োজন। দেশে বিশেষজ্ঞের সংখ্যা কম। এই খাতে এখন প্রচুর বিনিয়োগ হচ্ছে।

এই বিনিয়োগ ভালভাবে পরিচালনার জন্য বিশেষজ্ঞ দরকার।

শনিবার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের এক সেমিনারে

তিনি এ কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য ইনিস্টিটিউট ফর পলিসি,

এডভোকেসি এন্ড গভর্নেস (আইপিজি) এর চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মুনির খসরু।

‘আন্তর্জাতিক অঙ্গনে বিদ্যুৎ ও জ্বালানির তথ্য: বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার শিক্ষা’ শীর্ষক

সেমিনারে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ম্যাকিনসি এন্ড কোম্পানির প্রতিনিধি শুভজয়

সেন গুপ্ত, অক্সফোর্ড ইনিস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের ফেলো ডোনা পিং, বোস্টন

কনসালটিং গ্রুপের বিশাল মেহতা ও এনার্জি কনসালটিং জেনারেল ইলেকট্রিকের (জিই)

ব্যবস্থাপনা পরিচালক রবি সেগাল।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎখাতকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যে, তিন বছর পর এই খাতের

জন্য সরকারের কাছ থেকে আর অর্থ নেয়ার প্রয়োজন হবে না। বিদ্যুৎ জ্বালানি খাত তার নিজের

অর্থে চলতে পারবে। নিজের অর্থেই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সঞ্চালন লাইন ও বিতরণ ব্যবস্থা পরিচালনা

করতে পারবে। এই অর্থ জোগান দিতে আন্তর্জাতিক পুঁজিবাজারে যাচ্ছে বাংলাদেশ। তিনি

বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি এখন বেসরকারি খাতও কাজ করছে।

বেসরকারি খাতকে আরও সুযোগ দিতে চায় সরকার।

সেমিনারে বিভিন্ন দেশের বিদ্যুৎ জ্বালানির প্রযুক্তি, নীতি, সরকারি সিদ্ধান্তসহ নানা বিষয়ে

আলোচনা করা হয়।

মূল প্রবন্ধে মুনির খসরু বলেন, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনেক এগিয়েছে।