বিদ্যুৎ জ্বালানিতে ২১,১১৯ কোটি টাকা বরাদ্দ
উন্নয়ন ও অনুন্নয়ন মিলে বিদ্যুৎ জ্বালানিতে মোট বরাদ্দ ২১,১১৯ কোটি টাকা । এরমধ্যে বিদ্যুতে ১৮ হাজার ৮৪৫ কোটি ও জ্বালানিতে দুই হাজার ১১১ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থ বছর এই বরাদ্দ ছিল ১৪ হাজার ৪৮৯ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। তার আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এ মেয়াদের চতুর্থ এই বাজেট উপস্থাপনা শুরু হয় দেশের অর্থনীতিতে গত সাত বছরের সাফল্যের একটি মাল্টিমিডিয়া প্রদর্শনীর মধ্য দিয়ে।
এবার মূল বাজেটের যে আকার মুহিত ধরেছেন, তা বাংলাদেশের মোট জিডিপির ১৮ শতাংশ। গতবছর প্রস্তাবিত বাজেট ছিল জিডিপিরি ১৭ দশমিক ৩৭ শতাংশ।
বিস্তারিত আসছে……………..