বিদ্যুৎ জ্বালানিতে ২৪ হাজার কোটি টাকা!

একুশ হাজার কোটি টাকা নিয়ে আসছে বিদ্যুৎখাত। বাজেটের বড় অংশই এবার বরাদ্দ রাখা হচ্ছে বিদ্যুৎখাতে। আর জ্বালানিতে মাত্র সাড়ে তিন হাজার কোটি টাকা।
বিদ্যুৎ জ্বালানি মন্ত্রনালয় সূত্র জানায়, আসন্ন ২০১৭-১৮ অর্থবছর বিদ্যুৎখাতে ২১ হাজার ৪৫৮ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রাখা হতে পারে। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ খাতের ৮২টি প্রকল্পের বিপরীতে এই বরাদ্দ রাখা হচ্ছে।
এই বরাদ্দের মধ্যে সরকারি অর্থ থাকবে নয় হাজার ৫১৩ কোটি ৫৬ লাখ টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বরাদ্দ রাখা হচ্ছে তিন হাজার ৫৫৩ কোটি ৩১ লাখ টাকা। এরমধ্যে ১৩টি প্রকল্পের জন্য নিজস্ব বরাদ্দ থাকবে ৯২২ কোটি ৯৯ লাখ টাকা। গ্যাস উন্নয়ন তহবিল থেকে নেয়া হবে ৭০৪ কোটি ৬৭ লাখ টাকা। এই তহবিলের টাকায় ১০টি প্রকল্প বাস্তবায়ন করা হবে।