বিদ্যুৎ জ্বালানি খাতের ১৫ কোম্পানির আয় বেড়েছে

পুজিঁবাজারে তালিকাভূক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৫ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে। কমেছে তিন কোম্পানির। আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৯টা কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত। এর মধ্যে ১৮টা কোম্পানি গত ৩০শে সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। একটা কোম্পানি এখনো প্রতিবেদন প্রকাশ করেনি।
এই প্রান্তিকে সবচেয়ে বেশি আয় হয়েছে লিন্ডে বাংলাদেশের। তাদের শেয়ার প্রতি আয় ১৩ টাকা ৬৮ পয়সা। এর পরে আছে যথাক্রমে পদ্মা অয়েল ও যমুনা অয়েল। এই দুই কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে যথাক্রমে সাত টাকা ও ছয় টাকা ২৯ পয়সা।
ইন্ট্রাকো সিএনজির শেয়ার প্রতি আয় বেড়েছে ৫৫০ শতাংশ। তবে এই কোম্পানির আগের বছরের প্রথম প্রান্তিকে ইপিএস ছিল দশমিক ০২ পয়সা। তাই ইপিএস বৃদ্ধির এই হার তেমন কোনো তাৎপর্য বহন করে না।
বাকী কোম্পানিগুলোর মধ্যে ডেসকোর আয় বেড়েছে ৭৯ দশমিক ২৪ শতাংশ। এর পরে আছে ইউপিজিডিসিএল, ৬৬ দশমিক ৩৬ শতাংশ।

অন্যদিকে এই প্রান্তিকে জিপিবি পাওয়ারের শেয়ার প্রতি আয় কমেছে ২৫ দশমিক ৭১ শতাংশ। এরপরের অবস্থানে থাকা এমজেএল বিডির ইপিএস কমেছে ১৬ দশমিক ৪৭ শতাংশ।
গত প্রান্তিকে আয় বেড়েছে এমন কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, ডেসকো, ডরিন পাওয়ার, ইন্ট্রাকো, যমুনা ওয়েল, খুলনা পাওয়ার, লিন্ডে বিডি, পদ্মা অয়েল, পাওয়ার গ্রিড, শাহজিবাজার পাওয়ার, সামিট পাওয়ার, এবং ইউনাইটেড পাওয়ার।
যেসব কোম্পানির আয় কমেছে সেগুলো হচ্ছে- জিবিবি পাওয়ার, মবিল যমুনা, তিতাস গ্যাস।
বিডি ওয়েল্ডিং লিমিটেড এখন পর্যন্ত এ প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেনি।