বিদ্যুৎ-জ্বালানি খাতে ভর্তুকি কমানোর সুপারিশ সিপিডি’র
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শনিবার, ১৬ই মার্চ ২০২৫):
আসন্ন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমানোর সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রোববার রাজধানীতে সিপিডি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের সুপারিশ তুলে ধরে সিপিডি।
সিপিডি – এলএনজি আমদানির পরিবর্তে দেশের গ্যাস অনুসন্ধানে গুরুত্ব দেয়া; নবায়নযোগ্য জ্বালানির কাঁচামালের ওপর শুল্ক কমানো; প্রতিযোগিতা কমিশনের সক্ষমতা বাড়ানো এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেছে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষক মুনতাসীর কামাল ও সাঈদ ইউসুফ শাদাৎ সহ অন্যরা।
ফাহমিদা খাতুন বলেন, এবার বাজেট এমন একটি সময়ে করা হচ্ছে যখন বাংলাদেশ অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। এটি মোকাবিলায় দূরদর্শী ও সমন্বিত নীতিগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মুদ্রানীতির স্থিতিশীলতা আনা নীতিনির্ধারকদের অন্যতম কাজ। এটি অর্জনের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হার স্থিতিশীল করা এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি।
ফাহমিদা খাতুন বলেন, এলডিসি গ্রাজুয়েশনের বিষয়গুলো মাথায় রেখেও বাজেট করা দরকার। ৬০টি পণ্যের শুল্কহার নির্ধারিত সীমায় নামিয়ে আনতে হবে যাতে বাণিজ্য ভারসাম্য বজায় থাকে। যাতে এলডিসি গ্রাজুয়েশনের ধাক্কাটা সামলে আনা যায়।