বিদ্যুৎ-জ্বালানি খাতে ভারত অব্যাহত সহযোগিতায় আগ্রহী
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত অব্যাহত সহযোগিতা করতে আগ্রহী।
রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করে তিনি একথা বলেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র, ভেড়ামারা-বহরমপুর আন্তঃসংযোগ সঞ্চালন লাইন, বিদ্যুৎ বাণিজ্য, যৌথ বিনিয়োগে বিদ্যুৎ উৎপাদন, পশ্চিমবঙ্গ থেকে আন্তঃসংযোগ পাইপ লাইনের মাধ্যমে এলএনজি ও ডিজেল আমদানি, বেসরকারি বিনিয়োগসহ বাংলাদেশ ভারত যৌথ বিনিয়োগে চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে বাংলাদেশ ভারতের সহযোগিতা চায়। তিনি, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির সঞ্চালন বাড়াতে হাইকমিশনারকে অনুরোধ করেন।
এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী ও ভারতীয় দূতাবাসের প্রথম সচিব (অর্থনীতি এবং প্রকল্প) গীনা উইকা উপস্থিত ছিলেন।