বিদ্যুৎ জ্বালানি মেলায় দর্শনার্থীর ঢল
বিদ্যুৎ জ্বালানি সপ্তাহের মেলায় দর্শনার্থীর ঢল নেমেছে। সরকারি কর্মকর্তা,
বেসরকারি উদ্যোক্তা, বিজ্ঞানী, শিক্ষার্থী। বয়স্ক থেকে শিশু। স্কুল থেকে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সবার উপস্থিতি মেলাকে সরব করে তুলেছে।
প্রথম দিন থেকেই উপচে পড়া ভীড়ে মুখর হয়ে উঠেছে মেলা। বৃহষ্পতিবার মেলার
দ্বিতীয় দিনেও মানুষের ঢল ছিল আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরাতে।
মেলায় আসলেই বিদ্যুৎ সংযোগ। আবার স্মার্ট মিটারের নানা তথ্য। বাড়ির
ছাদে সৌর বিদ্যুতের ব্যবহার। এ প্রয়োজন গুলো একেবারেই গ্রাহকের
সরাসরি। মেলায় আসলে ভোগান্তি ছাড়াই মিটছে এ প্রয়োজন।
আবার বিদ্যুৎ উৎপাদন কীভাবে হচ্ছে। সাধারণ মানুষের কাছে পৌছাচ্ছেই বা
কীভাবে। আর এই বিদ্যুৎ উৎপাদন করতে যে গ্যাস কয়লা বা তেল লাগছে তাই বা
আসছে কোথা থেকে। এসব জানা যাচ্ছে বিদ্যুৎ জ্বালানি মেলায়। জানা যাবে
শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনও। একেবারে মাটির নিচ থেকে শুরু করে একজন
মানুষের কাছে পৌছানো পর্যন্ত সবই জানা যাবে এখানে।
ব্যবসায়, বিনিয়োগ আর অর্থনীতি। সাথে একেবারে সাধারণ প্রয়োজন
মেটানো। কোন কিছুৃই বাদ নেই। সব ধরণের প্রয়োজন মিটছে বলেই নানা
শ্রেণি পেশার মানুষের উপস্থিতি এখানে।
স্মার্ট মিটার নিয়ে এসেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবি)।
বিউবি দেখাচ্ছে বায়ু থেকে বিদ্যুৎ। বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ স্থাপনে
সহায়তা করছে ডিপিডিসি।