বিদ্যুৎ জ্বালানি সপ্তাহে পুরস্কার প্রাপ্ত যারা

জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৫ তে বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য পুরস্কার দেয়া হয়েছে।
বৃহষ্পতিবার রাস্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  সেরাদের মধ্যে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যুৎ চুরি ঠেকাতে এবং বকেয়া আদায়ে বিশেষ অবদানের জন্য ডিপিডিসি কোম্পানি সচিব ও টাস্কফোর্স প্রধান মুনীর চৌধুরীকে পুরস্কার দেয়া হয়েছে।
সেরা রিপোর্টিং বিভাগে এবার যৌথভাবে বাংলা নিউজ এর বিশেষ প্রতিনিধি সেরাজুল ইসলাম সিরাজ ও সংবাদ এর স্টাফ রিপোর্টার ফয়েজ আহমদ তুষার। টেলিভিশন রিপোটিং এ যৌথভাবে সেরা হয়েছেন চ্যানেল২৪ এর সিনিয়র রিপোর্টার ইকবাল আহমেদ ও যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজুর রহমান মিশু।

বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন খুলনা জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র মাহদী মুশফিক কামাল। দ্বিতীয় হয়েছেন রাজশাহী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আনিকা বুশরা এবং তৃতীয় হয়েছেন ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক গার্লস কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মার্জিয়া কবির।