বিদ্যুৎ জ্বালানি সার এবং খাদ্যে অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ জ্বালানি সার এবং খাদ্যকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাঁর অধীনে থাকা মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেন।

সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক হয়।

এ সময় তিনি সার, বিদ্যুৎ, জ্বালানি, খাদ্যসহ জরুরি বিষয়ে অগ্রাধিকার দিয়ে সাতদিনের মধ্যে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেন। প্রত্যেক মন্ত্রণালয় ও বিপক্ষে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

পরে জনপ্রশাসন সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সব মন্ত্রণালয়ের কাজ দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, সার, বিদ্যুৎ, কৃষি, জ্বালানি, বন্দর, খাদ্যসহ জরুরি বিষয়ে অগ্রাধিকার দিয়ে সাতদিনের মধ্যে তালিকা করে কাজ শুরু করতে হবে। সেই সঙ্গে তালিকাগুলো প্রধান উপদেষ্টাকে দিতে হবে। কাজ শুরুর নির্দেশনার পাশাপাশি যেসব মন্ত্রণালয়ে আগে মন্ত্রী ছিলেন, সেগুলোর কাজ যাতে স্থবির হয়ে না পড়ে, সচিবরা যেন নিজ উদ্যোগেই সেগুলো শুরু করেন, সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

স্বচ্ছ জবাবদিহিমূলক পরিবেশ যাতে থাকে, দেশের তরুণ সমাজ যে বিষয়গুলো সমনে নিয়ে এসেছে–বিশেষ করে স্বচ্ছতা ও সুষ্ঠু কাজের পরিবেশ সৃষ্টির কথা বলেছেন প্রধান উপদেষ্টা।