বিদ্যুতে বৈদেশিক ঋণ নয় বিনিয়োগ চাই : প্রধানমন্ত্রী

বিদ্যুৎ প্রকল্পে বৈদেশিক ঋণ কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশী ঋণে নতুন করে আর কোনো বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে না। ঋণের বদলে বিদেশীরা এ খাতে আমাদের দেশে বিনিয়োগ করুক। আমরা প্রয়োজনীয় ভূমি ও অবকাঠামো করে দেবো।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ফেনী জেলার সোনাগাজীতে ১০০ মেগাওয়াট সৌর ও ১০০ মেগাওয়াট বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ১০২ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে এক হাজার একর ভূমি অধিগ্রহণ ও সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। মূল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নিজস্ব বিনিয়োগের পাশাপাশি বিদেশী কোম্পানির বিনিয়োগও থাকবে। একনেক সভায় এক হাজার ৮১৭ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ের ৬ প্রকল্প চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এরমধ্যে সরকারী তহবিল থেকে এক হাজার ৮০২ কোটি ৬৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি ৬০ লাখ টাকা যোগান দেয়া হবে।