বিদ্যুৎ বকেয়া ও চুরি: সাতদিনে ৪১ কোটি টাকা আদায়
বিদ্যুতের বকেয়া ও চুরির জন্য সাতদিনে প্রায় ৪১ কোটি টাকা জরিমানা আদায় করেছে ডিপিডিসি। গত ১৪ থেকে ২৩ জুন ডিপিডিসির বিশেষ টাস্কফোর্সের অভিযানে এ টাকা আদায় করা হয়।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) সচিব ও বিশেষ টাস্কফোর্স প্রধান মোহম্মাদ মুনীর চৌধুরী বলেন, বড় বড় খেলাপীদের উপর চাপ সৃষ্টি করে বকেয়া অর্থ আদায় করা হচ্ছে। এতে শিল্প কারখানায় বিদ্যুৎ চুরির ঘটনা কমে যাচ্ছে। তিনি বলেন, বিদ্যুৎ চুরিতে জড়িতদের শুধু জরিমানা নয়, তাদের প্রতিষ্ঠান বন্ধ এবং ফৌজদারী মামলা করে শাস্তি দেয়া হবে।
ডিপিডিসি জানায়, ৪১ কোটি টাকার মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল আদায় হয়েছে সাড়ে ৪০ কোটি টাকা। বিদ্যুৎ চুরির জরিমানা বাবদ আদায় হয়েছে ৩২ লাখ টাকা। এ সময়ে পাঁচটি বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পরে। বকেয়া বিল হিসেবে সর্বোচ্চ অংকের অর্থ আদায় করা হয়েছে গণপূর্ত বিভাগ থেকে। এছাড়া ব্যক্তি ও শিল্প প্রতিষ্ঠানের বকেয়াও আদায় হয়েছে। যার মধ্যে সাত বছরের খেলাপীও আছে।