বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে সরোজমিনে তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক:
তদন্ত কমিটির প্রধান এবং পিজিসিবির নির্বাহী পরিচালক (পিএন্ডডি) ইয়াকুব এলাহী চৌধুরী সাংবাদিকদের বলেন, গ্রিড বিপর্যয়ের কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছি। কারণ চিহ্নিত করতে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র এবং অন্যান্য প্রাসঙ্গিক স্থান দেখা হবে। এর উপসংহারে পৌঁছাতে সময় লাগতে পারে। কারণ এতে গ্রিড সিস্টেমের অনেক প্রযুক্তিগত বিষয় জড়িত।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, ঘোড়াশালে গ্রিড বা বিদ্যুৎ সরবরাহের কোনো একটি লাইন ট্রিপ করেছে। সেই লাইনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্য লাইন ওভারলোড হয়ে সেটাও ট্রিপ করে। এর ফলে পূর্বাঞ্চলের গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বল্পতা দেখা দেয়।
ইয়াকুব এলাহী সাংবাদিকদের বলেন, প্রত্যেকটি বিদ্যুৎকেন্দ্রেই কিছু না কিছু ঘটেছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো ঘুরে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। এগুলো পর্যালোচনা করা হবে।
কী কারণে ৪ঠা অক্টোবর গ্রিড বিপর্যয় তা খুঁজে বের করতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) একটি তদন্ত কমিটি করেছে। এই কমিটির প্রধান কোম্পানির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরী। কমিটিতে পিজিসিবির কারিগরি পরামর্শক শামসুজ্জোহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফয়জুল বারী, নির্বাহী প্রকৌশলী সুমন কবির, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী ও পিডিবির একজন প্রতিনিধি আছেন। তদন্ত কমিটিকে তদন্ত শেষ করতে তিনদিন সময় দেয়া হয়েছে।
এছাড়া বিদ্যুৎ বিভাগ থেকে অতিরিক্ত সচিবকে প্রধান করে আর একটা কমিটি করা হয়েছে।