বিদ্যুৎ বিপর্যয়ের চুড়ান্ত প্রতিবেদন জমা
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। ঘটনার ২৫ দিন পর গতকাল বুধবার বিকেলে প্রতিমন্ত্রীর কাছে প্রতিবেদনটি জমা দেয়া হয়।
কমিটির সদস্যরা প্রতিমন্ত্রীর অফিস কক্ষে প্রতিবেদন জমা দেন।
এ বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তদন্ত দু’একদিনের মধ্যে প্রতিবেদন প্রকাশ করা হবে। কোনো তথ্য গোপন করা হবে না। তিনি জানান, বিপর্যয়ের কারণ জানার চেয়ে ভবিষ্যতে যাতে এ ধরণের আর কোনও সমস্যায় পড়তে না হয় তার উপরই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে।