বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিদেশ সফরের হিসেব চেয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ বিভাগের কোন কর্মকর্তা কতোদিন ধরে বিদ্যুৎ বিভাগে রয়েছেন, আর কে কতোবার বিদেশ সফর করেছেন, সেই তথ্য জানতে চেয়েছেন।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে, ২৯ মে প্রধানমন্ত্রীর দফতরের ওই চিঠি বিদ্যুৎ বিভাগে পৌঁছেছে। চলতি সপ্তাহের মধ্যেই তথ্য সরবরাহের জন্য বলা হয়েছে।
সূত্র জানায়, বিদ্যুৎ বিভাগের অনেক কর্মকর্তা বিদেশ সফরে কোনো আইন-কানুন মানছেন না। কর্মস্থল ত্যাগ করার আগে বদলি দায়িত্ব দিয়ে যাওয়ার বিধান থাকলেও অনেক ক্ষেত্রেই তা পালন করা হচ্ছে না। যে কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে।
প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো হয়, যাতে তারা দেশে ফিরে উন্নত দেশের প্রযুক্তি ও জ্ঞান কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন। আর এ জন্য অপেক্ষাকৃত তরুণদের সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
কিন্তু প্রশিক্ষণ ও সেমিনারের নামে বিদেশ সফরে এসব নিয়ম-নীতি মানা হচ্ছে না। জ্যেষ্ঠ কর্মকর্তারাই দাঁড়িয়ে যাচ্ছেন সামনের কাতারে। আর বিদেশ সফর শেষে দেশে ফিরে তারা কোনো প্রতিবেদনও জমা দেন না। ফলে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে ওই সব প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমণ দেশের কোনো কাজে আসছে না।