বিদ্যুৎ বিল দিতে আরইবির সঙ্গে এটুআই এর সমঝোতা সই

ডিজিটাল সেন্টার থেকে ইলেক্ট্রনিক উপায়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিল দেয়ার সেবা চালু করার লক্ষ্যে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ব্যাংক এশিয়া লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে এই সমঝোতা সই হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব খালেদা পারভীন, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরইবির বোর্ডের সদস্য মো: ইমদাদুল ইসলাম, এটু্আই প্রোগ্রাম-এর জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তাসহ অন্যরার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, সমঝোতা স্মারকের আওতায় দেশব্যাপী ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে স্থাপিত ডিজিটাল সেন্টারের এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিল প্রদানসহ অন্যান্য ই-সেবা ইলেক্ট্রনিক উপায়ে প্রদান করা সম্ভব হবে। ডিজিটাল সেন্টারে যুক্তকৃত এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিল আরও দ্রুত, নিরাপদ উপায়ে সংগ্রহ করা সম্ভব হবে, যা জনগণের সময়, অর্থ ও যাতায়াত হ্রাস করার মাধ্যমে ডিজিটাল সেন্টারকে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে সহায়তা করবে। একই সঙ্গে বর্তমান সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।