বিদ্যুৎ বিল দেয়ার সময় ৩১শে জুলাই পর্যন্ত বাড়লো

বিদ্যুৎ বিল দেয়ার জরিমানা মওকুফ করা হয়েছে।জুন মাস পর্যন্ত বিল জরিমানা ছাড়া দেয়া যাবে। ৩১শে জুলাই পর্যন্ত জরিমানা না দিয়ে বিল দেয়ার সময় বাড়ানো হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহষ্পতিবার এ বিষয়ে আদেশ দিয়েছে।
ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই শুধু আবাসিক গ্রাহকদের জন্য সুবিধা দেয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল শোধ না করলে মোট বিলের ৫ শতাংশ জরিমানা দেয়া লাগে। করোনার কারণে ঠিকমত বিল করতে না পারা এবং শারীরিক দূরত্ব স্বাস্থ্যবিধি পালনের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।