বিদ্যুৎ ব্যবসায় ধসে মুনাফা কমল জিই’র
যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি জেনারেল ইলেকট্রিক (জিই) এর দ্বিতীয় প্রান্তিকে লক্ষ্ থেকে মুনাফা কম হয়েছে। তবে মোট আয় সাড়ে তিন মতাংশ বেড়েছে। আয়কোম্পানির বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় মুনাফার এই পতন বলে জানানো হয়েছে ।
শুক্রবার জিইর পক্ষ থেকে এতথ্য দেয়া হয়।
বলা হয়, মুনাফা কমে ৬১ কোটি ৫০ লাখ ডলার হয়েছে।এটা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৭ শতাংশ কম। এ সময় কোম্পানির আয় সাড়ে ৩ শতাংশ বেড়ে ৩ হাজার ১০ কোটি ডলার হয়েছে।
জিইর দুটি বৃহত্তম শাখা বিদ্যুৎ, গ্যাস ও তেল বাজারের দুর্বল অবস্থার কারণে দুই বছর কোম্পানির মূল্যমান অনেকটাই কমে গেছে। জুনে মর্যাদাসম্পন্ন ডাও ইনডেক্স থেকেও ছিটকে পড়েছে। তবে দ্বিতীয় প্রান্তিকে তেল ও গ্যাস খাতে আয় বাড়বে বলে আশা করেছে। তেলের বর্ধিত মূল্যের কারণে অনেক জ্বালানি কোম্পানিই বিভিন্ন প্রকল্পে আগ্রহী হয়ে ওঠায় এ পরিস্থিতির হয়েছে।
জিই এর প্রধান নির্বাহি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলা করার জন্য, জিইকে আরও শক্তিশালি করার জন্য পরিকল্পনা উন্নত করা হচ্ছে।আমরা এটা করব। এবং এটা পারব। তবে তার জন্য সময় লাগবে।