বিদ্যুৎ ব্যবহারে ৮৭ ভাগ মানুষ সন্তষ্ট: বিবিএস জরিপ
বিদ্যুৎ ব্যবহারে ৮৭ ভাগ মানুষ সন্তষ্ট। আর ১৩ ভাগ মানুষ অসন্তষ্ট। তবে মাত্র ১১ ভাগ মানুষ খুবই সন্তষ্ট।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর এক জরিপে এই তথ্য জানানো হয়েছে। জরিপের সহযোগিতা করেছে বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (ইপিআরসি)।
সোমবার রাজধানীর বিদ্যুৎভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বিবিএস এর জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়।
বিদ্যুৎ ব্যবহারে সন্তুষ্টির বিষয়ে শীতকাল আর গরমকালের মধ্যে পার্থক্য আছে। গরমকালে তুলনামূলক কম আর শীতকালে বেশি সন্তুষ্ট বলে জরিপে জানানো হয়েছে।
২০১৬ সালের ফেব্রুয়ারি আর ২০১৭ সালের অক্টোবর মাসে এই জরিপ করা হয়। মোবাইল ফোনে প্রশ্নের মাধ্যমে এই জরিপ করা হয়েছে।
জরিপে বলা হয়েছে, বিদ্যুৎ বিভাগের যে পরিকল্পনা আছে তাতে আস্থাশীল ৭৮ ভাগ। আর বাকীদের এই পরিকল্পনায় আস্থা নেই।
সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম, বিদ্যুৎ জ্বালানি প্রদিমন্ত্রী নসরুল হামিদ, ইপিআরসি চেয়ারম্যান শাহিন আহমেদ চৌধুরী, আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মঈন উদ্দিন, পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস।
জরিপের ফলাফলে বলা হয়, সিটি কর্পোরশে ২৭ ভাগ মানুষ কোন না কোনভাবে রান্নার কাজে বিদ্যুৎ ব্যবহার করে। আর গ্রামে ১২ ভাগ।
এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ২০০৯ সালে ৪৫ ভাগ মানুষ বিদ্যুৎ পেত। এখন পাচ্ছে ৯০ ভাগ মানুষ। উন্নত বিদ্যুৎ পাওয়া নিয়ে প্রশ্ন থাকলেও সকলে যে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে এটা বড় পাওয়া। পর্যায়ক্রমে উন্নত বিদ্যুৎ সরবরাহ করার কাজ চলছে।