বিদ্যুৎ মেলায় ২৬৭টি নতুন সংযোগ
বিদ্যুৎ মেলায় উপচে পড়া ভীড় ছিল ডিপিডিসি স্টলে। মেলায় এসে একদিনেই নতুন সংযোগ পাওয়ার সুযোগ হারাতে চাননি অনেকে। তাই চলে এসেছেন বিদ্যুৎ মেলায়। এভাবে নতুন সংযোগের জন্য আসা ২৬৭জন গ্রাহককে তাৎক্ষনিক সংযোগের চাহিদাপত্র দেয়া হয়েছে।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের বিদ্যুৎ মেলার শেষ দিন ছিল। তিন দিনে ২৬৭টি নতুন সংযোগের চাহিদাপত্র দেয়া হয়েছে।
বংশাল থেকে বিদ্যুৎ মেলায় এসেছেন আবু সালেহ মন্টু। প্রথমে ভাবেননি এমন হবে। তবু আশা। একেবারে চমকে গেলেন। একদিনে নয় এক ঘন্টায় পেয়ে গেলেন নতুন বিদ্যুৎ সংযোগের চাহিদাপত্র। আশা করছেন আজই (শুক্রবার) নতুন মিটারে বিদ্যুতের আলো জ্বালাবেন। তিনি বলেন, জীবনে আর কখনও এমন দেখিনি। বিদ্যুৎ সংযোগ পেতে শুধু অনেক সময় লাগে তাই নয় টাকাও দিতে হয় বাড়তি। এমনই জানা ছিল। কিন্তু এখন সেই ধারণা পাল্টে গেল।
এম আশরাফ, আবু সালেকের মত অধ্যাপক মো. উল্লাহসহ ২৬৭জনকে মেলায় নতুন সংযোগ দেয়া হয়েছে। নতুন সংযোগ ছাড়াও ডিপিডিসি ৫০জনের বিদ্যুতের লোড বাড়িয়ে দিয়েছে। বকেয়া থাকা বিদ্যুতের বিলও দেয়া হয়েছে কিস্তি করে।
ডিপিডিসি ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. নজরুল হাসান বলেন, গ্রাহকদের অনেক সাড়া পাওয়া গেছে। প্রথমদিন থেকেই গ্রাহকরা তাদের সমস্যার কথা জানান। আমরাও সাথে সাথে তা সমাধান করেছি। নতুন বিদ্যুৎ সংযোগ নিতেও এসেছেন অনেকে। তাদের সকল কাগজপত্র পরীক্ষা করে সাথে সাথে চাহিদাপত্র দেয়া হয়েছে। গ্রাহকরা বাড়িতে মিটার লাগালে সাথে সাথেই সংযোগ দেয়া হবে।