বিদ্যুৎ সাশ্রয়ে শুরু হল স্কাউট ক্যাম্প
স্কাউট ও রোভার স্কাউটদের অংশগ্রহনে শুরু হয়েছে তৃতীয় বিদ্যুৎ ক্যাম্প। বিদ্যুতের অপচয় রোধে ‘চাইল্ড টু প্যারেন্টস’ পদ্ধতিতে সচেতন করার লক্ষে এই ক্যাম্প শুরু হয়েছে। যেখানে ক্যাম্প হবে এর আশেপাশে বাড়ির জনগণ ও স্কুলের শিক্ষার্থীদের সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের বার্তা পৌছে দেবে। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ক্যাম্প চলবে।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বৃহস্পতিবার বিকালে স্কাউট ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, প্রধানমšúী কার্যালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটস এর সভাপতি আবুল কালাম আজাদ,স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক ও বিদ্যুৎ ক্যাম্প বাস্তবায়ন বিষয়ক স্টিয়ারিং কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসেন, বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক মজিবর রহমান মান্নান, পিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক ব্রি জে (অব) নজরুল হাসান, আরইবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিনসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বিদ্যুতখাত উন্নয়নে অনেক সম্ভাবনা আছে। এরফলে ধ্বংসের ও সম্ভাবনা আছে। জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করার ফলে পরিবেশ বিপর্যয় হচ্ছে। এজন্য বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। স্কাউটদের শুধু দেশে নয় সারা বিশে^ বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের বার্তা পৌছে দিতে হবে। কোন জিনিস সাশ্রয়ী ব্যবহার মানে অন্যের জন্য তা রেখে দেয়া। তাই কোন জিনিস সবাই মিলে ব্যবহার করতে চাইলে ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এরসাথে শিল্প স্থাপন করতে হবে। আর শিল্প স্থাপন করতে হলে বিদ্যুৎ প্রয়োজন। শুধু বিদ্যুৎ উৎপাদন করলেই হবে না সাশ্রয়ে পদক্ষেপ নিতে হবে। অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে পারলে ঘাটতি কমানো সম্ভব।