বিদ্যুৎ সুবিধা পেল গ্রামের দেড় কোটি পরিবার
গ্রাহক সংখ্যা দেড় কোটি ছাড়ালো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। মাসে লক্ষ গ্রাহককে সংযোগ দেয়ার কার্যক্রমে শুধু গত মার্চ মাসে পাঁচ লাখ আট হাজার ৭৩৪টি সংযোগ দেয়া হয়েছে। আর এরই মাধ্যমে গ্রাহক সংখ্যা দেড় কোটি’র সীমানা ছাড়ালো আরইবি।
আরইবি সূত্র জানিয়েছে, দেশের সকল পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে বর্তমানে এক কোটি ৫২ লাখ ৬৬ হাজার গ্রাহক আছে। গত এপ্রিল মাসে দুই লাখ ৬১ হাজার ৫৮ গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন এবিষয়ে জানান, সকলের আন্তরিক চেষ্টায় এই বিপুল সংখ্যক পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব হয়েছে। ৭৮টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারী এই কর্মকাণ্ডের সাথে জড়িত। তারা সকলেই এর অংশীদার। আলোকিত বাংলাদেশ গড়তে প্রতিমাসে নতুন লাইন নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালের মধ্যে দেশের বিদ্যুৎ প্রত্যাশী ৯০ শতাংশ পরিবারের মাধ্যে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে আরইবি প্রতিশ্রুতিবদ্ধ।
চলতি অর্থ বছর (২০১৫-২০১৬) ৩০ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসার লক্ষ ঠিক করা হয়েছে বলে তিনি জানান। ২০২১ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত ‘এসডিজি’ (টেকসই উন্নয়ন লক্ষ) অর্জনে শতভাগ এলাকায় বিদ্যুতায়ন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে আরও ৬০ লাখ নতুন পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসা হবে।