বিদ্যুৎ সেবা দিতে এবার ‘আলোর গেরিলা’ আরইবির
বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে আলোর গেরিলা গঠন করলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। করোনা পরিস্থিতির মধ্যে পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা দিতে বিশেষ এই উদ্যোগ। দেশের গ্রামীণ জনপদে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আলোর গেরিলা নামে বিশেষ টিম কাজ শুরু করেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেছেন, যে কোন পরিস্থিতিতে গ্রাহকদের বিদ্যুৎ ও জ্বালানি সেবা অব্যাহত রাখা হবে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারিতেও সারাদেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি নির্বিঘ্নে সরবরাহ করা হচ্ছে। আগামীতে আরো পেশাদারিত্বের সঙ্গে একাজ সম্পন্ন করা হবে। বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও রমজানে কোথাও কোন ঘাটতি হবে না বলে তিনি আশা প্রকাশ করেছেন।
সারা দেশে বিদ্যুতের গ্রাহক সম্প্রসারণে ইতোপূর্বে আলোর ফেরিওয়ালা নামে বিশেষ টিম মাঠে নামিয়েছিল আরইবি। আবেদনের মাত্র পাঁচ মিনিটে বিদ্যুৎ সংযোগ দিয়ে সারা দেশে সুনাম কুড়িয়েছিল আরইবি। এবার বিতরণ ব্যবস্থা গ্রাহকবান্ধব করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
আরইবি’র প থেকে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, মাহে রমজান এবং গ্রীষ্মের তাপপ্রবাহ ও ঝড়-বৃষ্টির সময়ে বিদ্যুৎ বিভ্রাট দ্রুত নিরসনের জন্য কাজ করবেন আলোর গেরিলা। আলোর গেরিলারা শুধু দিনের বেলায় নয়, ২৪ ঘণ্টা কাজ করবেন। এই গেরিলাদের জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য আরইবির প্রত্যেকটি অফিসে প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌঁছে দেয়া হয়েছে।
আরইবি সূত্র জানিয়েছে, মানুষের ঘরে থাকা স্বস্তিদায়ক করার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে এই উদ্যোগ। প্রত্যেকটি গেরিলা দলে মূল বা বিকল্প ইউনিট প্রধান থাকবেন একজন করে। এছাড়া সমিতির লাইনম্যান দুজন, ঠিকাদারি প্রতিষ্ঠানের (সুপার ভাইজার/ফোরম্যান/লাইনম্যান) দুজন, নিয়মিত অথবা প্রশিক্ষণপ্রাপ্ত গ্রামের ইলেকট্রিশিয়ান থাকবেন দুজন। এই পাঁচজনের বাইরে প্রয়োজন অনুসারে বাইরের শ্রমিক নেয়া যেতে পারে। প্রত্যেকটি ইউনিটে একের অধিক গেরিলা দল গঠন করতে হবে। একটি গেরিলা দল বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রওয়ানা দেবে। অন্য একটি প্রস্তুত থাকবে। আর বাইরে অন্য আরো গেরিলা দলকে এমনভাবে প্রস্তুত রাখা হবে যাতে ১৫ মিনিটের মধ্যেই তারা প্রস্ততি নিয়ে ঘটনাস্থলে যেতে পারে। এতে বিদ্যুৎ বিভ্রাট নিয়ন্ত্রণে রাখা যাবে বলে আশা করা হচ্ছে