বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু

মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে রোববার সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাভলী বেগম নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় লাভলী বেগমের মেয়ে বনি  ও দেবর মাসুদ মারাত্মক আহত হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত লাভলী বেগম শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি একই গ্রামের মো: হাবিবুল্লাহ বাবলুর স্ত্রী।

মাগুরা সদর থানার এসআই সালাউদ্দিন জানান, রোববার সকালে লাভলী বেগম গোয়াল ঘর থেকে গরু বের করে বাড়ির পাশ্ববর্তী জমিতে বেঁধে রাখতে যাচ্ছিলেন।

এ সময় রাতে ঝড়ে পড়ে থাকা বিদ্যুতের তার দেখতে না পেয়ে ওই তারে পেঁচিয়ে ঘটনা স্থলেই মারা যান।

তাকে উদ্ধার করতে গেলে মেয়ে বনি ও দেবর মাসুদ গুরুতর আহত হন।