বিদ‌্যুতের চাহিদা ও উৎপাদন দুইই বেড়েছে

বিদ‌্যুতের চাহিদা ও উৎপাদন দুইই বেড়েছে। ২০১৪-১৫ অর্থবছরেরর তুলনায় ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য উপস্থাপন করা হয়। মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০১৫-১৬ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বাষির্ক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৩১ হাজার বিতরণ লাই এর্ং ১৯৮ সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়। গত অর্থবছরেরর তুলনায় উৎপাদন ক্ষমতা ১৫ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে, লোডশেডিং কমেছে ৩২ শতাংশ এবং বিদু্যৎ বিতরণ ও সঞ্চালন সিস্টেম লস ১৩ দশমিক ৫৫ শতাংশ থেকে কমে ১৩ দশমিক ১০ শতাংশ হয়েছে।
এছাড়া বৈঠকে জানানো হয়, ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় ২০১৫-১৬ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি-রপ্তানি, সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ও পরিমাণ বেড়েছে।