বিবিয়ানা থেকে আরো বেশি গ্যাস দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
আগামী সেপ্টেম্বরে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে আরো বেশি গ্যাস সরবরাহ করতে উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেভরনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জয় জনসন বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানান, বিবিয়ানা প্রকল্পের গ্যাসে এক হাজার ১১৭ মেগাওয়াটের তিনটি বিদ্যুৎ প্রকল্প পরিচালিত হবে, যার একটি চলতি বছরেই চালু হবে। এ সময় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এবং এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দফায় সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান শেভরনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে শেভরনের অবদান অব্যাহত থাকবে।